August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচন প্রয়োজন: আমির খসরু

ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচন প্রয়োজন: আমির খসরু

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। তাই ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচন প্রয়োজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি নেতা আমির খসরু।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে পরিচালনা করতে পারবে না। অর্থনীতি ও রাজনীতি একসঙ্গে চলতে হবে। প্রতিটি নাগরিককে অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি।’ এ সময় তিনি উত্তরাঞ্চলে প্রযুক্তি খাত গড়ে তুলে লাখো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনসহ বিভাগের আট জেলার চেম্বার নেতারা।

Scroll to Top