অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া’র সঙ্গে বেবিচক সদর দপ্তরে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর, ২০২৪) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স মিস ডেবরা বয়সি।
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিভিন্ন সহযোগিতা এবং স্মার্ট বিমানবন্দর তৈরির বিষয়ে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স।
সূত্রঃ বাসস।