রবিবার (৩০ নভেম্বর ২০২৫) উত্তরার বিজিএমইএ কার্যালয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃত্ব, পরিচালকবৃন্দ, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো–চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা অংশ নেন।

মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, প্রাক্তন পরিচালক আশিকুর রহমান (তুহিন), সাবেক পরিচালক শোভন ইসলামসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত বক্তব্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্রনায়কত্ব এবং দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার দৃঢ় ও আপসহীন অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরবর্তীতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় সম্মিলিতভাবে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিজিএমইএ পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।
এদিন একই সঙ্গে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র আনিসুল হকের প্রয়াণ দিবস উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনাতেও বিশেষ দোয়া করা হয়।











