August 4, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস

বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস

Image

অনলাইন ডেস্কঃ

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার।

কারফিউ জারি হওয়ায় ২১ জুলাই থেকে গত রবিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কমিয়ে দেওয়া হয়েছিল কর্মঘণ্টা। গত ১৮ জুলাই সর্বশেষ স্বাভাবিক সূচিতে অফিস করেছিলেন চাকরিজীবীরা।

Scroll to Top