December 24, 2024

শিরোনাম
  • Home
  • Uncategorized
  • বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হিকমাহ আই হসপিটালের ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হিকমাহ আই হসপিটালের ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত

Image

স্টাফ করেসপন্ডেন্টঃ

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ উপলক্ষে হিকমাহ আই হসপিটাল একটি ফ্রি আই ক্যাম্পের আয়োজন করে।মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী রাজধানীর মান্ডা-মুগদা এলাকার হায়দার আলী স্কুল এন্ড কলেজে এই ফ্রি ক্যাম্পটি চলে।

হিকমাহ আই হসপিটাল কর্তৃপক্ষ জানান, এই আই ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনা মূল্যে চক্ষু সেবা দেয়া হয় এবং রোগীদের বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। তাছাড়া চোখের সকল পরীক্ষা নিরীক্ষায় ৪০% ছাড় দেয়া হয় এবং চশমা তৈরীতে ২৫% ছাড় দেয়া হয়।এছাড়াও গরিব রোগীদের বিশেষ ছাড়ে ছানি অপারেশন করার সুযোগ দেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের বিষয়ে মানুষকে আরো বেশি সচেতন করতে এবং সাধারণ নিম্ন আয়ের মানুষের চোখের সেবা দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এই ফ্রী আই ক্যাম্পে উপস্থিত ছিলেন হিকমাহ আই হসপিটালের চেয়ারম্যান ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আক্তার হোসেন, কনসালটেন্ট ডাঃ হুমায়রা আফরিন সহ আরো অনেকে

Scroll to Top