বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও চলমান অর্থনৈতিক ও ব্যাংকিং খাত সংস্কার বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুরের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট (Johannes Zutt)।

বৈঠকে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও টেকসই করতে আর্থিক খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় ব্যাংকিং খাতের স্বচ্ছতা, নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ায় বিশ্বব্যাংকের সহযোগিতা বিষয়ক দিকগুলোও উঠে আসে।
বিশ্বব্যাংক বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে এবং আর্থিক খাতকে অধিকতর দক্ষ ও কার্যকর করতে নেয়া উদ্যোগগুলোতে সংস্থাটি প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বলে জানান জোহানেস জাট।