August 5, 2025

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

Image

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ইউসুফ (২১), ২। অন্তর (২২), ৩। আজিজুল (২২), ৪। মানিক (২৭), ৫। মাহাবুব (১৮), ৬। আনোয়ার ওরফে কজি আনোয়ার (৩৫), ৭। মন্নান (২৪), ৮। শিহাব (২৩), ৯। হাসান (২৪), ১০। বাঁধন (২০), ১১। রুবেল (৩২) ও ১২। নুর হোসেন (২২)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্রঃ Dhaka Metropolitan Police – DMP এর পেজ থেকে।

Scroll to Top