রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা সহায়তার জন্য আমরা প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা প্রদান করবো, ইনশাআল্লাহ। দেশের সকল চিকিৎসকদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা মানবিক দৃষ্টিকোণ থেকে আহতদের চিকিৎসায় এগিয়ে আসেন।”
তিনি আরও বলেন, “আল্লাহ তা’য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।”