January 30, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান হাইকমিশনার

বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান হাইকমিশনার

Image

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী, ডিফেন্স এটাশে এবং মি. কামরান ধানগাল, কাউন্সেলর (রাজনৈতিক)।

Scroll to Top