August 2, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বিমান দুর্ঘটনায় গুজবে কান না দেওয়ার অনুরোধ বিমান বাহিনী প্রধানের

বিমান দুর্ঘটনায় গুজবে কান না দেওয়ার অনুরোধ বিমান বাহিনী প্রধানের

Image

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রসঙ্গে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুর্ঘটনায় শহীদ পাইলটের জানাজা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “দয়া করে দেশের এই বিপদের সময়ে সামাজিক মাধ্যমের গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করবেন না।”

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাস্থল ঘিরে তদন্ত করছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এয়ার চিফ মার্শাল বলেন, “পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটি জনবসতিহীন কোনো খালি জায়গায় নামানোর। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের নিরাপত্তার জন্য। আমরা তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

আহতদের দ্রুত সুস্থতার কামনা করে তিনি বলেন, “আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন – সেটিই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “আমরা কখনোই রক্ষণাবেক্ষণে আপোষ করি না। দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়। এগুলোর একটি নির্ধারিত লাইফটাইম থাকে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি।’

ঘটনাস্থলে জনমনে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “ক্রাশ সাইটে অশান্তি বিরাজ করছে – এটা অত্যন্ত দুঃখজনক। এখানে কিছু লুকানোর নেই। দুর্ঘটনা মানেই দুর্ঘটনা। এর পিছনে কোনো গোপন বিষয় নেই।”

Scroll to Top