December 23, 2024

শিরোনাম

বিমসটেকের ২৪তম সিনিয়র অফিসিয়ালস’ মিটিং অনুষ্ঠিত

Image

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) থাইল্যান্ডের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিমসটেকের ২৪তম সিনিয়র অফিসিয়ালস’ মিটিং-এ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মো. জশিম উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করে। বৈঠকে সংস্থাটির সাংগঠনিক, প্রক্রিয়াগত, প্রশাসনিক এবং বিষয়ভিত্তিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। গত মিটিংয়ের পর বিমসটেকের মূল সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতির পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিমসটেকের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, সংযোগ, নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান উদ্যোগগুলোর হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়। প্রতিনিধিরা আঞ্চলিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অর্থনৈতিক সংযোগ ও মানুষে-মানুষে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক সংযোগ বাড়ানোর প্রচেষ্টা, প্রাতিষ্ঠানিক কাঠামোর অগ্রগতি এবং বিমসটেকের আর্থিক ও প্রশাসনিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পরবর্তী মিটিংয়ের তারিখ ও ভেন্যু নির্ধারণ এবং অধিবেশনের রিপোর্ট গৃহীত হয়।

বাণিজ্য ও বিনিয়োগ খাতে বিশেষ করে ব্লু ইকোনমি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে বৈঠকে তথ্য প্রদান করেন পররাষ্ট্র সচিব। উল্লেখ্য, ব্লু ইকোনমি ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। তিনি বিমসটেক ফ্রি ট্রেড এরিয়া (এফটিএ) ফ্রেমওয়ার্কের অধীনে ছয়টি চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিমসটেকের লক্ষ্য অর্জনে বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি প্রয়োজনীয় সমঝোতা দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান।

বৈঠকের সমাপ্তি বক্তব্যে পররাষ্ট্র সচিব চেয়ার এবং বিমসটেক সচিবালয়ের সমন্বয় ও নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আঞ্চলিক সমৃদ্ধি অর্জনে বিমসটেকের অভিন্ন লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর নবোদ্যমী অঙ্গীকার কামনা করেন।

Scroll to Top