ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) সকালে রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা এসকে বশির আহমেদ চ্যালেঞ্জিং সময়ে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রাখার জন্য প্রবাসীদের অভিনন্দন জানিয়ে প্রাপকদের পুরস্কার প্রদান করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তাদের প্রভাব বাড়াতেও উৎসাহিত করেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন এই অনুভূতির প্রতিধ্বনি করেন, প্রবাসীদের দেশের উন্নয়নকে শক্তিশালী করতে জ্বালানি খাত সহ বিভিন্ন খাতে বিনিয়োগে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে, বিদেশ থেকে ফিরে এসে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, প্রযুক্তি, আর্থিক পরিষেবা, কৃষি এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রায় ৩২ জন এনআরবিকে স্বীকৃত এবং পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেনঃ
লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন Pintail Coffee Inc. এর কো-ফাউন্ডার সৈয়দ জাকি হোসেন
লাইফ টাইম এচিভমেন্ট ইন বিজনেস লিডারশিপ এন্ড কালচারাল এডভোকেসি অ্যাওয়ার্ড পেয়েছেন এনআরবি ওয়ার্ল্ড এর অ্যাডভাইজার গোলাম ফারুক ভুঁইয়া
বেষ্ট গ্লোবাল বিজনেস লিডারশীপ অব দা ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ
বেষ্ট টেকনোলোজি লিডারশীপ অ্যাওয়ার্ড পেয়েছেন NybSys Inc. এর ফাউন্ডার এন্ড সিইও মোস্তাক আহমেদ
ভিশনারি লিডার ইন এন্টারপ্রেনিওরশিপ এন্ড ফিলানথ্রপি অ্যাওয়ার্ড পেয়েছেন Khan Management Inc. এর প্রেসিডেন্ট নাহিদুল খান
ভিশনারি লিডারশীপ ইন এনভাইরোমেন্টাল ইঞ্জিনিয়ারিং এন্ড কমিউনিটি এডভোকেসি অ্যাওয়ার্ড পেয়েছেন Enviromental Engineering Inc. এর প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদিন
পাইয়োনিয়ারিং কন্ট্রিবিউশন টু বিজনেস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এনআরবি ওয়ার্ল্ড এর ভাইস প্রেসিডেন্ট আসেফ বারি টুটুল
আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট ইন স্পেস ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন MIT এর Scientist মিজানুল হক চৌধুরী
আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু বিজনেস, সোশ্যাল সার্ভিস এন্ড ন্যাশনাল লিগেসি অ্যাওয়ার্ড পেয়েছেন এনআরবি ওয়ার্ল্ড এর অ্যাডভাইজার কামরুল চৌধুরী
আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট ইন সায়েন্স এন্ড টেকনোলোজি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর Virginia Tech এর পরিচালক সাইফুর রহমান, পিএইচডি
আউটস্ট্যান্ডিং কালচারাল লিডারশীপ অব দা ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন Cultural Diversity Network Incorporeted এর প্রেসিডেন্ট সাবরিন ফারুকি
আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট ইন মেডিক্যাল রিসার্চ এন্ড এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন AIRCR এর পরিচালক ড. মজিবুল হক
আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট ইন গ্লোবাল এডুকেশনাল সার্ভিসেস অ্যাওয়ার্ড পেয়েছেন Khan Associates UK Ltd. এর সিইও ও পরিচালক সামস ইউ খান
আউটস্ট্যান্ডিং লিডারশীপ ইন প্রপার্টি ইনভেস্টমেন্ট এন্ড গ্লোবাল বিজনেস এক্সপ্যানশন অ্যাওয়ার্ড পেয়েছেন Dubayt Real Estate and Property Management এর সিইও মমিনুল হক
এক্সিলেন্স ইন টেকনোলোজি এন্ড সারভিলেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন AIMEX LLC এর প্রেসিডেন্ট ও সিইও তানভীর মাহমুদ
এক্সিলেন্স ইন ফারমাসিউটিকালস ইন্ডাস্ট্রি লিডারশীপ অ্যাওয়ার্ড পেয়েছেন Advanced Supplements, USA এর প্রেসিডেন্ট মোঃ জহিরুল ইসলাম
ওমেন এন্টারপ্রেনিওর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন Weekly Bangla Post এর সম্পাদক মুনমুন হাসিনা বারি
এক্সিলেন্স ইন আইটি ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন Pragma Systems, Austin, USA এর সিইও কামরুল মিনা
এক্সিলেন্স ইন হস্পিটালিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন Dhaka Post Foundation এর ভাইস চেয়ারম্যান আথাইর খান
এক্সিলেন্স ইন ফাইন্যান্সিয়াল লিডারশীপ এন্ড কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন Mohammad Shah & CO.LLP এর Accountant রফিকুল হায়দার
এক্সিলেন্স ইন এক্সপেট্রিয়েট লিডারশীপ এন্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন America Bangladesh Chamber of Commerce & Industry এর চেয়ারম্যান গিয়াস আহমেদ
এক্সিলেন্স ইন মেডিক্যাল ইনোভেশন এন্ড ক্রস-কালচারাল হেলথকেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন Japan Bangladesh Hospital এর ফাউন্ডার ড. শেখ আলিমুজ্জামান
এক্সিলেন্স ইন রেমিট্যান্স এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ড পেয়েছেন Sunman Global Express Corp. USA এর সিইও ও প্রেসিডেন্ট মাসুদ রানা তপন
এক্সিলেন্স ইন বিজনেস এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন Guild of Bangladeshi Restaurateurs এর ভাইস চেয়ারম্যান সায়েদুর রহমান রানু
এক্সিলেন্স ইন হেলথকেয়ার সার্ভিস এন্ড কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন Efficient Medical Care, USA এর ব্যবস্থাপনা পরিচালক বর্ণালি হাসান
এক্সিলেন্স ইন ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন N K Trade International এর প্রেসিডেন্ট মোঃ এস ইসলাম (নান্নু)
এক্সিলেন্স ইন এভিয়েশন এন্টারপ্রেনিওরশিপ এন্ড লাক্সারি ব্রান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছেন TAC Aviation & TAC Perfumes, UK এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী
এক্সিলেন্স ইন লাক্সারি লেদার ক্র্যাফটম্যানশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন America Bangladesh Chamber of Commerce & Industry এর কো-চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান
এক্সিলেন্স ইন লিচারেচার অ্যাওয়ার্ড পেয়েছেন Weekly Bangla Mail, Canada এর সহ-সম্পাদক জসিম মল্লিক
পাইওনিয়ার অ্যাওয়ার্ড ইন গ্লোবাল ইকনোমিক ডেভেলপমেন্ট পেয়েছেন এনআরবি ওয়ার্ল্ড এর ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন সিআইপি
ট্রাইব্লেজার অ্যাওয়ার্ড ইন ইমারজিং টেকনোলোজিস পেয়েছেন এনআরবি ওয়ার্ল্ড এর Treasurer রুদ্মিলা নউশিন
চ্যাম্পিয়ন অফ গ্লোবাল ট্রেড এন্ড ডিয়াসপোরা এনগেজমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এনআরবি ওয়ার্ল্ড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই ডিবিএ এফআরএসএ জেপি
দিনব্যাপী এই সামিটে ছিল নানা আয়োজন। যার মধ্যে ছিল বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত এবং অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, ট্যুরিজম, আবাসন, রপ্তানি, বাংলাদেশী ডায়াসপোরাসহ বিষয়ভিত্তিক নানা সেমিনার। যেখানে আলোচক হিসেবে ছিলেন সংশ্লিষ্ট সেক্টরের সরকারি নীতি- নির্ধারক এবং দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া এবারের আয়োজন থেকে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশীদের প্রদান করা হয় গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড।