August 2, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিপিএটিসি’র সিনিয়র স্টাফ কোর্সে অংশগ্রহণকারী ৩৮ জন যুগ্মসচিবকে স্বাগত জানাল জাইকা বাংলাদেশ অফিস

বিপিএটিসি’র সিনিয়র স্টাফ কোর্সে অংশগ্রহণকারী ৩৮ জন যুগ্মসচিবকে স্বাগত জানাল জাইকা বাংলাদেশ অফিস

Image

বুধবার, ২৩ জুলাই ২০২৫ তারিখে জাইকা (JICA) বাংলাদেশ অফিসে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি)–এর সিনিয়র স্টাফ কোর্স (SSC) এ অংশগ্রহণকারী ৩৮ জন যুগ্মসচিবকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি টোমোহিদে জাইকার বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। এতে তিনি জাইকার উন্নয়ন সহযোগিতামূলক প্রকল্প, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাতে ভূমিকার বিস্তারিত তুলে ধরেন।

প্রেজেন্টেশন শেষে এক প্রাণবন্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে যুগ্মসচিবরা জাইকার কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

জাইকা বাংলাদেশ অফিস তাদের এই সফরের জন্য অংশগ্রহণকারী সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানায় এবং বাংলাদেশ সরকারের সাথে ভবিষ্যতে আরও সুদৃঢ় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে।

Scroll to Top