শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর একটি প্রতিনিধি দল বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান-এর সঙ্গে বিজিএমইএ কমপ্লেক্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুল হক, উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ-ই-আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় শিল্প খাতের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ চিহ্নিত করা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর জোর দেওয়া হয়।
সাক্ষাৎকালে বিজিএমইএ পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।