August 4, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বিজিএমইএ-ফোরাম আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে প্যানেলের চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা

বিজিএমইএ-ফোরাম আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে প্যানেলের চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা

Image

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর আসন্ন নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ‘ফোরাম’ (FORUM)। “সেবা সততা সাহস সমৃদ্ধি” এই মূলনীতিকে ধারণ করে এবং “দৃঢ়তার সাথে আগামীর পথে” স্লোগানকে সামনে রেখে FORUM এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। সম্প্রতি তারা রাজধানী ও চট্টগ্রাম অঞ্চলের জন্য তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

ঢাকা অঞ্চলের প্যানেল লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুল আলম খান (বাবু) (রাইজিং ফ্যাশনস লিমিটেড)। অপরদিকে চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে রয়েছেন সেলিম রহমান (কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড)।

ঢাকা অঞ্চল থেকে মনোনীত প্রার্থীরা হলেন: মোহাম্মদ আব্দুস সালাম (এ.টি.এস. অ্যাপারেলস লিমিটেড), কাজী মিজানুর রহমান পিন্টু (আদিবা অ্যাপারেলস ), মোঃ শিহাব উদ্দোজা চৌধুরী (এমিটি ডিজাইন লিমিটেড), ইনামুল হক খান (অনন্ত গার্মেন্টস লিমিটেড), মোঃ হাসিব উদ্দিন (এপিএস নিট কম্পোজিট লিমিটেড), মোহাম্মদ সোহেল (বাংলা পোশাক লিমিটেড), শেখ হোসেন মোহাম্মদ মোস্তফিজ (কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড), ভিদিয়া অমৃত খান (দেশ গার্মেন্টস লিমিটেড), মোহাম্মদ আব্দুর রহিম ফিরোজ (দুলাল ব্রাদার্স লিমিটেড), শাহ রাঈদ চৌধুরী (ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড), মিজানুর রহমান (ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেড), মোহাম্মদ হোসনে কমার আলম (গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড), এ.বি.এম. সামছুদ্দিন (হান্নান ফ্যাশনস লিমিটেড), নাফিস উদ দৌলা (ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস লিমিটেড), মিসেস সুমাইয়া ইসলাম (যমুনা ডেনিমস লিমিটেড), আনোয়ার হোসেন চৌধুরী (লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড), মজুমদার আরিফুর রহমান (ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইলস লিমিটেড), মোজাম্মেল হক ভুঁইয়া (মাইশা ফ্যাশনস), ফাহিমা আক্তার (মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড), আসেফ কামাল পাশা (মুন রেডিওয়্যার্স লিমিটেড), ড. রশিদ আহমেদ হোসাইনী (নেকসাস সোয়েটার ইন্ডস্ট্রিজ প্রাঃ লিঃ), রুমানা রশিদ (রুমানা ফ্যাশন লিমিটেড), সামিহা আজিম (শাইনেস্ট অ্যাপারেলস লিমিটেড), মোঃ রেজওয়ান সেলিম (সফটেক্স কটন প্রাঃ লিঃ) এবং ফয়সাল সামাদ (সুরমা গার্মেন্টস লিমিটেড)।

চট্টগ্রাম অঞ্চল থেকে প্রার্থী হয়েছেন: মোহাম্মদ সাইফ উল্লাহ মানসুর (এলাট ফ্যাশনস লিমিটেড), মোহাম্মদ রফিক চৌধুরী (চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড), মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী (ক্লিফটন অ্যাপারেলস লিমিটেড), সাকিফ আহমেদ সালাম (ফ্যাশন ওয়াচ লিমিটেড), এনামুল আজিজ চৌধুরী (এইচকে-টিজি গার্মেন্টস লিমিটেড), মোঃ এমদাদুল হক চৌধুরী (কাট্টালি টেক্সটাইল লিমিটেড), মীর্জা মোঃ আকবর আলী চৌধুরী (লয়েটেক্স লিমিটেড) এবং রিয়াজ ওয়াইজ (দি নীড অ্যাপারেলস প্রাঃ লিঃ) )।

Scroll to Top