তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর ২০২৪-২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ‘ফোরাম’ প্যানেল। ৩৫টি পরিচালক পদের মধ্যে তারা জয়ী হয়েছে ৩১টিতে। ‘সম্মিলিত পরিষদ’ জয়ী হয়েছে মাত্র ৪টি পদে, আর ‘ঐক্য পরিষদ’ কোনো আসনেই জয় পায়নি।
শনিবার (৩১ মে, ২০২৫) রাত ১১টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইকবাল এবং সদস্য ছিলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। ঢাকা ও চট্টগ্রামের মোট ৩৫টি পরিচালক পদের জন্য প্রার্থী ছিলেন ৭৬ জন। এর মধ্যে ফোরাম ও সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিলেও ঐক্য পরিষদ প্রার্থী দেয় মাত্র ৬টি পদে।
ফোরাম প্যানেলের নেতৃত্ব দিয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের নেতা ছিলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। আর ঐক্য পরিষদের নেতৃত্ব দেন রোমো ফ্যাশন টুডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।
ঢাকা অঞ্চলের ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতেই জয় পেয়েছে ফোরাম। কেবল একটি পদে জয় পেয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান। বিজয়ী ফোরাম প্রার্থীরা হলেন:
মাহমুদ হাসান খান, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, এম এ রহিম, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, কাজী মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, শেখ এইচ এম মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, জোয়াদ্দার মোহাম্মদ হোসনে কামার আলম, এ বি এম শামছুদ্দিন, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, রশীদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম ও রেজওয়ান সেলিম।
চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের মধ্যে ফোরাম জয়ী হয়েছে ৬টিতে। বিজয়ী প্রার্থীরা হলেন:
সেলিম রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. শরীফ উল্লাহ, মোহাম্মদ রফিক চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী।
সম্মিলিত পরিষদের হয়ে নির্বাচিত হয়েছেন:
সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।
ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে শীর্ষে ছিলেন ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান। চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম রহমান।
শনিবার (৩১ মে, ২০২৫) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে একযোগে ভোটগ্রহণ হয়। ১,৮৬৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৮৭.৫ শতাংশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। ভোটারদের পরিচয়পত্র যাচাই করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দিলেও ভোটগ্রহণের প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১১ জুন সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচিত বোর্ড ১৬ জুন দায়িত্ব নেবে।