September 10, 2025

শিরোনাম

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

Image

টানা দুইদিনের ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার সচিবালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি লেখেন- ‘২০২৪ সালের ১৫ জুলাই সংবিধানের ধারা ৭৬ (২)-এর ভিত্তিতে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। দেশের বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে—সংবিধানসম্মত রাজনৈতিক সমাধান ও সমস্যার উত্তরের উদ্যোগ প্রদানে—আমি সংবিধানের ধারা ৭৭ (১)-এর ভিত্তিতে আজকের তারিখ থেকে কার্যকর হিসেবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

Scroll to Top