September 15, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে কাজী ছাইয়েদুল আলম বাবুল

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে কাজী ছাইয়েদুল আলম বাবুল

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা অন্তর্ভুক্ত হয়েছেন।

ঘোষিত কমিটিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

দলের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগ থেকে কাজী ছাইয়েদুল আলম বাবুল, চট্টগ্রাম বিভাগ থেকে মাহবুবের রহমান শামীম, রাজশাহী বিভাগ থেকে শাহীন শওকত, খুলনা বিভাগ থেকে অনিন্দ্য ইসলাম অমিত, রংপুর বিভাগ থেকে আসাদুল হাবিব দুলু, সিলেট বিভাগ থেকে জি কে গউছ, কুমিল্লা বিভাগ থেকে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ময়মনসিংহ বিভাগ থেকে শরিফুল আলম এবং ফরিদপুর বিভাগ থেকে শামা ওবায়েদ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

Scroll to Top