নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলা বিএনপি’র অন্তর্গত কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচির পাশাপাশি একটি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ূন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ।