January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরঞ্চলের জেলা সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরঞ্চলের জেলা সফর স্থগিত

Image

অনলাইন ডেস্কঃ

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।’

Scroll to Top