April 19, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাহরাইনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

বাহরাইনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

Image

গত বুধবার (১৬ এপ্রিল, ২০২৫) তারিখে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দ মুখর পরিবেশে বাহরাইনের দ্যা ডিপ্লোম্যাট রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ দূতাবাস মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রীর প্রতিনিধি হিসেবে মোহাম্মদ বিন মুবারক আল খলিফা একাডেমি ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মহাপরিচালক মান্যবর রাষ্ট্রদূত ড. শাইখা মুনিরা খালিফা আল খালিফা। এছাড়াও বাহরাইন শুরা কাউন্সিল এবং কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভের সদস্যবৃন্দ, রাষ্ট্রদূত ও কূটনৈতিকবর্গ, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাহরাইনি ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, বাহরাইনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও বাহরাইনের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর, বাংলাদেশের উপর সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা এবং সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থল অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়। যেখানে চিত্র প্রদর্শনী এবং দেশী পণ্য ও ঐতিহ্যের সমাহার ঘটিয়ে বাংলাদেশ কর্ণার রাখা হয় যা দেশী-বিদেশী সকলকে মুগ্ধ করে।

মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি তার স্বাগত বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সে সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি তিনি আরো স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নিহিত সকল শহিদদের। তিনি তার আলোচনায় আমন্ত্রিত সকল অতিথিদের শুভেচ্ছা জানান। বিশেষভাবে বাহরাইনের মহামহিম বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খালিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে মান্যবর রাষ্ট্রদূত উপসাগরীয় দেশসমূহের মধ্যে বাহরাইনে উন্নয়ন, কূটনীতি, ক্রীড়াসহ বিভিন্ন সেক্টরে বাহরাইনের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে অর্থনৈতিক উন্নয়নের কারণে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্য, সমৃদ্ধ ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে।

মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আগত অতিথিদের সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল এর শিক্ষার্থীরা দেশীয় গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য আগত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ এই মুহূর্তটি উদযাপন করেন।

পরিশেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং উপদিতে সকলকে আমন্ত্রনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়

Scroll to Top