অর্থনৈতিক শুমারি ২০২৩-এর পরিসংখ্যানভিত্তিক ব্যবসা নিবন্ধন (Statistical Business Register – SBR) প্রণয়ন বিষয়ক একটি মতবিনিময় সভা মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজনরা অংশগ্রহণ করেন।

সভা শুরু হওয়ার আগে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় এফবিসিসিআই-এর অ্যাডমিনিস্ট্রেটর জনাব মো. হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএস-এর মহাপরিচালক মো. মিজানুর রহমান।

আলোচনায় বিবিএস পরিসংখ্যানভিত্তিক ব্যবসা নিবন্ধন (SBR) এর বিভিন্ন দিক ও কার্যকারিতা নিয়ে একটি উপস্থাপনা প্রদান করে এবং এ বিষয়ে ব্যবসায়ী সমাজের সার্বিক সহযোগিতা কামনা করে।
সভায় আরও বক্তব্য রাখেন অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের পরিচালক জনাব এস. এম. শাকিল আখতার, এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।