September 18, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাণিজ্যিক কূটনীতিকদের জন্য কৃষি মন্ত্রণালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

বাণিজ্যিক কূটনীতিকদের জন্য কৃষি মন্ত্রণালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

Image

কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (১১ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বাংলাদেশ মিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত বাণিজ্যিক কূটনীতিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশ নেন জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার, বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক উইং সিউল, ব্রাসিলিয়া, ব্রাসেলস, তেহরান ও আঙ্কারায় কর্মরত কমার্শিয়াল কাউন্সিলর, এবং বাংলাদেশ হাইকমিশন অটোয়া ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং-এ প্রথম সচিব (বাণিজ্যিক) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ উইং), অতিরিক্ত সচিব (পিপিসি) এবং বিভিন্ন দপ্তর ও সংস্থা থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Scroll to Top