January 29, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে বিকেএমইএ’র নারায়ণগঞ্জ জোনে মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে বিকেএমইএ’র নারায়ণগঞ্জ জোনে মতবিনিময় অনুষ্ঠিত

Image

বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নারায়ণগঞ্জ জোনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ।

রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) নারায়ণগঞ্জে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভা বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ রাশেদ, পরিচালক জামাল উদ্দিন মিয়া, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, রতন কুমার সাহা, বেলায়েত হোসেন, শাহরিয়ার সাঈদ, মোহসিন রাব্বানি ও রাকিব সোবহান মিয়া।

এছাড়া বিকেএমইএ’র নারায়ণগঞ্জ জোনের সম্মানিত সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন এবং খাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় শ্রম আইনের সংশোধিত বিভিন্ন ধারা, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং দেশের তৈরি পোশাক শিল্পসহ রপ্তানিমুখী খাতে সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় শ্রমিক অধিকার সংরক্ষণ, শিল্পের টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আইন প্রয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Scroll to Top