বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভা শেষ সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয়, উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূর তার সংক্ষিপ্ত বক্তব্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।