বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এর নতুন নেতৃত্বকে পরিচিত করাতে শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানে সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক নেটওয়ার্কিং লাঞ্চের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত বিইএফ কমিটির সদস্যরা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম ও অগ্রাধিকার বিষয়ে আলোচনা করেন। সাংবাদিকরাও দেশের শ্রমবাজার, কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেটওয়ার্কিং লাঞ্চের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে।