পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস-এর সিইও আবদুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল, ২০২৫) স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে কোম্পানির কার্যক্রম বিস্তারে প্রবল আগ্রহ প্রকাশ করেন।

“বাংলাদেশের টেলিকম খাতে আমরা ব্যাপক সম্ভাবনা দেখছি। একই সঙ্গে ভোলার গ্যাস সরবরাহ করে দেশের শিল্পখাতে জ্বালানি সহায়তা দেওয়ার বিষয়েও আমরা আগ্রহী,” বলেন দাউদ।
এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এনগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এমন প্রকল্পে কাজ করতে চাই, যা টেকসই এবং দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।”
বিনিয়োগ নিয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসেন দাউদ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনের প্রশংসা করে তিনি বলেন, “বিডা সামিটটি ছিল মানবিক দৃষ্টিভঙ্গির—সত্যিই আন্তরিক, অতিথিপরায়ণ ও উদ্দেশ্যপূর্ণ। এত শীর্ষস্থানীয় কোম্পানিকে এক ছাদের নিচে দেখতে পারাটা ছিল অনন্য অভিজ্ঞতা।”
অধ্যাপক ইউনূস এনগ্রোর নেতৃত্বকে বাংলাদেশে পুনরায় আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, “আমি আপনাদের আবার আসার আমন্ত্রণ জানাই। বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ আছে—শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, গোটা বিশ্বের জন্য।”
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন সাত্তি।