সোমবার (১৪ জুলাই, ২০২৫) বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়। এবারের তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্য ছিল: “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন”।


ইউএনএফপিএ বাংলাদেশ-এর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং তরুণদের পছন্দ ও সিদ্ধান্তকে সম্মান ও সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় জনসংখ্যা নীতিমালা সংশোধনকে মানবাধিকার, পছন্দের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
যদিও বাংলাদেশ প্রজনন স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে এখনও বহু কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী মানসম্মত স্বাস্থ্যসেবা, জীবন দক্ষতামূলক শিক্ষা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।

তরুণদের ক্ষমতায়ন, শিশু বিবাহ ও কিশোরী গর্ভধারণ হ্রাস, এবং যুব নেতৃত্ব বিকাশে ইউএনএফপিএ সব অংশীজনের সঙ্গে মিলিতভাবে কাজ করে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।






অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান; স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান; স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী; পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, এনডিসি; স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।