August 2, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশে বিনিয়োগ ও লজিস্টিকস খাতে এফডিআই প্রবাহ নিয়ে আইএফসি’র গবেষণা উপস্থাপন

বাংলাদেশে বিনিয়োগ ও লজিস্টিকস খাতে এফডিআই প্রবাহ নিয়ে আইএফসি’র গবেষণা উপস্থাপন

Image

অস্ট্রেলিয়ার ৩২ মিলিয়ন ডলারের ‘সাউথ এশিয়া রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার কানেকটিভিটি (SARIC)’ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) ও গ্লোবালডেটা-এর যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে এফডিআই বাণিজ্য প্রবাহ ও লজিস্টিকস খাতে বিনিয়োগ সংক্রান্ত একটি সমীক্ষা পরিচালিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উক্ত গবেষণার মূল তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর নির্বাহী চেয়ারম্যান আশিকুর চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে।

এই গবেষণায় বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) প্রবাহ এবং লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Scroll to Top