বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুইজারল্যান্ডের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি। নারীর প্রতি সহিংসতা বিষয়ে সচেতনতা গড়ে তোলার আন্তর্জাতিক ক্যাম্পেইন “16 Days of Activism Against Gender-Based Violence” উপলক্ষে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে Guest of Honour হিসেবে বক্তব্য দেন তিনি।

রাষ্ট্রদূত রেংগলি বলেন, বিশ্বজুড়ে প্রতি তিনজন নারীর একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন—এবং বাংলাদেশে এই হার আরও উদ্বেগজনকভাবে বেশি। তিনি জোর দিয়ে বলেন, “কোনো ধর্ম, সম্প্রদায় বা দেশই এই সমস্যার বাইরে নয়। তাই সহিংসতা রোধ করা আমাদের যৌথ দায়িত্ব।”

তিনি গত বছরের ঐতিহাসিক ঘটনাবলিতে নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে চলমান গণতান্ত্রিক রূপান্তর নারীদের পূর্ণ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করবে—রাষ্ট্র, সমাজ ও সব স্তরে।

এই আয়োজনটি বাস্তবায়নে সুইজারল্যান্ডের সহযোগী প্রতিষ্ঠান “মানুষের জন্য ফাউন্ডেশন”—যা দেশে মানবাধিকার, ন্যায়বিচার ও নারীর সুরক্ষায় দীর্ঘদিন কাজ করে আসছে।











