জাপান-কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কো-অপারেশন ফাউন্ডেশন (JKF) এবং কোরিয়া-জাপান ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কো-অপারেশন ফাউন্ডেশন (KJF) আয়োজিত বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) এক সিম্পোজিয়াম ও সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিনিস্টার তাকাহাশি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিনিস্টার তাকাহাশি বলেন, এ বছর জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের ৬০তম বছর। সাম্প্রতিক সময়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা শীর্ষ বৈঠকে ভবিষ্যতমুখী ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশটি যখন উন্নয়ন ও জাতিগঠন প্রক্রিয়ার নতুন অধ্যায়ে প্রবেশ করছে, তখন জাপান ও কোরিয়ার সহযোগিতার নতুন বীজ বাংলাদেশে বপন হবে এবং তা ভবিষ্যতে সুফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাপান-কোরিয়া শিল্প ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং শিল্পখাতে সম্ভাবনাময় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।











