বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশন (বিজিবিএ)-এর আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান সংকট ও পুনরুদ্ধারের পথ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিবিএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।

বক্তব্যে বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেন, “দেশীয় শিল্প ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা ৫০–১০০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির স্বপ্ন দেখি, কিন্তু ব্যবসা-বাণিজ্যের উদ্ভূত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কেউ কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না।”

তিনি গ্যাস সংকট, ব্যাংকের উচ্চ সুদহারসহ নানাবিধ জটিল সমস্যা দেশের শিল্পখাতকে বিপর্যস্ত করে তুলছে বলে উল্লেখ করেন। আলোচনায় তিনি আরও বলেন— “এসকল সংকট সমাধানে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য বা রোডম্যাপ নেই। সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড দেশের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে; দৃশ্যমান ক্ষতি যেমন রয়েছে, অদৃশ্য ক্ষতির পরিমাণ আরও বেশি।”

তিনি জোর দিয়ে বলেন, “এই চরম ব্যবসায়িক ক্ষতির প্রভাব থেকে উত্তরণে সরকারের আন্তরিকতার বিকল্প নেই। নির্বাচিত রাজনৈতিক দলের সরকার ছাড়া ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করা অসম্ভব।”
আলোচনা সভায় বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন উৎপাদন ও রপ্তানিমুখী সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সকলেই শিল্পখাতে সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।











