বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) উদ্যোগে ফুটসাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইরানি প্রশিক্ষক সাঈদ খোদারাহমির নাম ঘোষণা করা হয়েছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মো. তাবিথ আউয়াল, ফুটসাল কমিটির চেয়ারম্যান মো. ইমরানুর রহমান, বিএফএফ নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহিন) এবং ফুটসাল কমিটির সদস্য ফাহিমা তাসনিম তানিয়া।