ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. এম. কামাল উদ্দীন জসীমের নেতৃত্বে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মাহবুব মোরশেদের নেতৃত্বে বুড়িচং উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকালে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ২ দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকা অনুদানে দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সূত্রঃ Islami Bank Bangladesh PLC