August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Image

রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রোববার সকাল ১০টার দিকে চালকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।

তাদের অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা।

Scroll to Top