বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া শহরের চারমাথা ভবের বাজার ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সন্মানীত বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির খান।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ মিন্টু খান প্রমুখ।