January 12, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে: রাঙ্গামাটি জেলা প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে: রাঙ্গামাটি জেলা প্রশাসক

Image

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ফুটপাত দখলমুক্ত করতে পৌর এলাকার ফুটপাত দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান খুব শীঘ্রই চালানো হবে। রমজানে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

এসময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুকা খীসা, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির মোঃ আব্দুল আলীম, রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোঃ শামিম খান, রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ হারুনর রশীদ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় ট্যুরিস্টদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে বিষয়ে ট্যুর অপারেটর, সিএনজি চালক, ট্যুরিস্টবোট চালক, হোটেল – মোটেল, রিসোর্ট মালিকের অনুরোধ জানানো হয়।

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং রমজানে সেহেরি, ইফতার এবং তারাবিহ’র সময়ে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার সারাবছর দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে জন্য বাজার মনিটরিং চলমান রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জেলা শহরের টোল প্লাজা গুলোর অনিয়ম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।নৌপথে দূর্ঘটনা এড়াতে নৌপরিবহনে অতিরিক্ত যাত্রী আরোহন না করার ক্ষেত্রে টুরিস্ট পুলিশদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নৌপথে কৃষিপণ্য যাতায়াত খরচ কেজি প্রতি বেশি পরে যায় এসমস্যা সমাধানের এক্ষেত্রে কাপ্তাই লেক ড্রেজিং অত্যন্ত জরুরি বলে সংশ্লিষ্ট মনে করেছেন। দ্রুত লেক ড্রেজিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান সংশ্লিষ্টরা।

আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ করা হবে।

Scroll to Top