ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। আজ শনিবার (১২ এপ্রিল, ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হওয়া মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে, যা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলবদ্ধভাবে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

অনুষ্ঠানে ‘মার্চ ফর গাজা’র পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় তিনি ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়, পাশাপাশি জামায়াত ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনও একাত্মতা প্রকাশে কর্মসূচিতে যোগ দেন।

জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিশাল মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়, যেখানে মানুষের ঢল নামে। ভিড়ের চাপে আয়োজকদের হিমশিম খেতে হয় স্টেজের নিরাপত্তা বজায় রাখতে।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বাংলাদেশের সাধারণ মানুষ মানবতার পক্ষে ও নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে রয়েছে।