প্রাণ-আরএফএল গ্রুপ দেশের দুগ্ধ শিল্পে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে ‘ডেইরি ভ্যালু চেইন ফোরাম’ উদ্বোধন করেছে। এই ফোরামের মাধ্যমে ১০,০০০ দুগ্ধ খামারিকে, যার মধ্যে ৮,০০০ জন নারী, প্রাতিষ্ঠানিক সাপ্লাই চেইনে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও ৫০,০০০ খামারির সক্ষমতা বৃদ্ধি ও কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৩০% হ্রাস করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

এই উদ্যোগ প্রাণ-আরএফএল গ্রুপের ইকোসিস্টেমভিত্তিক টেকসই কৃষিতে বিনিয়োগের অংশ, যার লক্ষ্য হলো কৃষকদের পাশে থাকা ও তাদের কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক, গবেষক, বেসরকারি খাতের নেতৃত্ব এবং নীতিনির্ধারকরা অংশ নেন। সক্রিয় মূল প্রবন্ধ উপস্থাপনা ও দলগত আলোচনা এই আয়োজনকে করে তোলে প্রাণবন্ত।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্ডার্স বি. কার্লসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং প্রাণ-আরএফএল গ্রুপের কর্পোরেট ফাইন্যান্স পরিচালক উজমা চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং শিক্ষাবিদরাও উপস্থিত ছিলেন।