স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ক্রিস্টেনসেন। এ সাক্ষাতে অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের উন্নয়ন ও আধুনিকীকরণে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, স্বাধীন ও শক্তিশালী করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে আইন ও বিচার খাতে সহযোগিতা জোরদারের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।











