January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত

Image

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ক্রিস্টেনসেন। এ সাক্ষাতে অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের উন্নয়ন ও আধুনিকীকরণে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, স্বাধীন ও শক্তিশালী করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে আইন ও বিচার খাতে সহযোগিতা জোরদারের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

Scroll to Top