January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জামায়াতের আমীর

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জামায়াতের আমীর

Image

অনলাইন ডেস্কঃ

রবিবার (১৮ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য ও মতবিনিময় বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এ সময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

Scroll to Top