December 25, 2024

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

Image

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টা মর্যাদার এই কর্মকর্তা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হিসেবে কাজ করবেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক সরকারি গেজেটে এই তথ্য জানিয়েছেন।

গেজেটে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়।

Scroll to Top