September 11, 2025

শিরোনাম
  • Home
  • খেলা
  • প্রথমবার ই-গেমস বাছাইপর্ব আয়োজন করবে বাফুফে

প্রথমবার ই-গেমস বাছাইপর্ব আয়োজন করবে বাফুফে

Image

ফিফার ব্যবস্থাপনায় চলতি বছরের ডিসেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ই-বিশ্বকাপ ফুটবল ২০২৫। মূলপর্বে অংশ নিতে হলে খেলোয়াড়দের পাড়ি দিতে হবে বাছাইপর্বের চ্যালেঞ্জ। এ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশে বাছাইপর্ব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ আগস্ট ২০২৫) এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন “বাংলাদেশ অতি শিগগিরই ই-গেমসে অনেক দূর এগিয়ে যাবে। প্রথম যাত্রায় সবগুলো ইভেন্টে না পারলেও আমরা আশা করি অন্তত একটি ইভেন্টে রিয়াদের বিশ্বকাপে খেলার সুযোগ পাব। স্থানীয় পর্যায়ে বিপিএল ক্লাবগুলোর সহযোগিতায় আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।”

ভার্চুয়াল ফিল্ডে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপে থাকবে তিনটি ইভেন্ট— ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগ। বিশ্বের প্রায় ৫৩ শতাংশ ই-খেলোয়াড় এশিয়া থেকে অংশগ্রহণ করায় প্রতিযোগিতায় এ অঞ্চলের প্রভাবশালী অবস্থান থাকবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top