September 18, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে ২৫ হাজার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে ২৫ হাজার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে

Image

শিল্প শহর গাজীপুরকে সবুজে সমৃদ্ধ শিল্প নগরীতে রূপান্তরের লক্ষ্যে ২৫,০০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি কোনাবাড়ী শাখা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের ভাইস চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি জেলার বিভিন্ন স্থানে গাছ রোপণের এই বৃহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং মেট্রোপলিটন এলাকার নিরাপত্তা নিশ্চিতে তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, ডেপুটি পুলিশ কমিশনার, প্রতিষ্ঠানটির পরিচালক সোহেল চৌধুরী, অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক ফজলুল হক মোড়ল, শিল্প উদ্যোক্তা ও শিক্ষাবিদগণ।

অনুষ্ঠানে স্বনামধন্য শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা এবং ডিবিসি নিউজের পরিচালক জনাব সালাউদ্দিন চৌধুরীকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গাজীপুর জেলার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

Scroll to Top