এই শীতে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার পুল ক্যাফেতে আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর পুলসাইড উইন্টার বিবিকিউ বুফে ও লাইভ মিউজিক অনুষ্ঠান। শহরের দৃষ্টিনন্দন স্কাইলাইনের পাশে পুলসাইডে বসে গ্রিল ও বারবিকিউ খাবারের অসাধারণ স্বাদ উপভোগ করতে পারবেন অতিথিরা যা শীতের সন্ধ্যাকে করে তুলবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আসিফ আহমেদ এ আয়োজন সম্বন্ধে বিস্তারিত জানান।


প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৬:৩০টা থেকে পরিবেশন করা হবে মুখরোচক বিবিকিউ খাবার, যার মধ্যে থাকছে-বিভিন্ন ধরনের কাবাব, বিফ স্টেক, ল্যাম্ব চপস, বিফ রিবস, গ্রিলড প্রনসহ আরও বহু আইটেম। সঙ্গে থাকবে সদ্য প্রস্তুত গরম জিলাপি এবং শীতের পিঠার বিশেষ সমাহার। এমনকি ছোট সোনামণিদের বিনোদনের জন্যে থাকছে পুল ক্যাফে ভেনুতে ভিডিও গেম খেলার সুযোগ।












বাংলাদেশের প্রথম ও একমাত্র রপ্তানিমুখী মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বেঙ্গল মিট, যারা উচ্চমানের, তাজা, স্বাস্থ্যসম্মত ও হালাল মাংস উৎপাদনের জন্য সুপরিচিত, এই মৌসুমি উৎসব আয়োজনের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে যুক্ত থাকবে।
পুলসাইড বারবিকিউ বুফের মূল্য জনপ্রতি মাত্র ৮,০০০ টাকা (সকল প্রযোজ্য করসহ) নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে থাকছে র্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো-দেশের ২০টিরও বেশি খ্যাতনামা বাণিজ্যিক ব্যাংকের নির্বাচিত ক্রেডিট কার্ডে থাকছে আকর্ষণীয় অফার যাতে একটি বুফের দামে ৩ জন অথবা ২ জন বুফে সম্পূর্ণ ফ্রি উপভোগ করার সুযোগ।











