August 4, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • পোশাক-টেক্সটাইল খাতে পারস্পরিক সুবিধা নিয়ে বিজিএমইএ-তাইওয়ান টেক্সটাইলের বৈঠক

পোশাক-টেক্সটাইল খাতে পারস্পরিক সুবিধা নিয়ে বিজিএমইএ-তাইওয়ান টেক্সটাইলের বৈঠক

Image

পোশাক ও টেক্সটাইল খাতে পারস্পরিক বানিজ্য সুবিধা অর্জনে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের একটি প্রতিনিধিদল বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জাস্টিন হান।

শনিবার (০৯ নভেম্বর ২০২৪) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ এর প্রশাসক মোঃ আনোয়ার হোসেন নন-কটন এবং উচ্চ-মূল্যের পোশাকের উৎপাদন বৃদ্ধির ওপর বাংলাদেশের ক্রমবর্ধমানভাবে গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বিজিএমইএ কটন পণ্য থেকে নন-কটন পণ্য, বিশেষ করে ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যে স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের উচ্চতর টেকসই প্রবৃদ্ধির রূপকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাইওয়ান নন-কটন টেক্সটাইল, উচ্চ মূল্য সংযোজনকারী পোশাক, টেকনিক্যাল টেক্সটাইল, ওভেন টেক্সটাইল ও পোশাক, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবন প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারে।

Scroll to Top