December 25, 2024

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • পুলিশ স্টেশনের নিরাপত্তা ও ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার

পুলিশ স্টেশনের নিরাপত্তা ও ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার

Image

অনলাইন ডেস্কঃ

দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বও দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও দেয়া হয়েছে।

সুত্রঃ বাসস।

Scroll to Top