নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
কল্যাণ সভায় জিএমপির সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও মতামত উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় মনোযোগ সহকারে সকল সদস্যের বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে আশানুরূপ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার গত মাসের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।











