August 4, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • পাহাড়কে বাঁচিয়ে রাখতে হলে গাছ লাগাতে হবে: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পাহাড়কে বাঁচিয়ে রাখতে হলে গাছ লাগাতে হবে: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Image

রাঙ্গামাটি প্রতিনিধি:-

“পরিকল্পিত নবায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 

শনিবার (২ আগস্ট) সকালে উদ্বোধনী অনুষ্ঠান শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। এসময় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।‎

‎পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই পাহাড়কে বাঁচিয়ে রাখতে হলে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে। আমরা সারা জীবন গাছ কাটার গল্প শুনে আসছি। এবার গাছ লাগানোর পদক্ষেপ গ্রহন করি। পাহাড়কে ধসংস করবে বা মাটিকে আগ্রাশন করে ফেলবে এধরনে গাছ লাগানো থেকে আমরা বিরত থাকবো।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক (সিএফ) মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, রাঙামাটির পুলিশ সুপার, ড.ফরহাদ হোসেন ও রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা।‎

বৃক্ষমেলা আয়োজক কমিটি জানিয়েছেন, শনিবার ২ আগস্ট হতে আগামী ৮ আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী চলবে এই বৃক্ষমেলা। মেলায় বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে ২১টি স্টল বসানো হয়েছে। 

Scroll to Top