অনলাইন ডেস্কঃ
বিদেশে পাচার করা টাকা দেশে ফেরত আনতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৯ আগস্ট) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের। বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের এ কথা জানান।
বার্নাড স্পানিয়েরের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে বিদেশে ১০০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।
নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।